কেন প্রাইমার ব্যবহার করা জরুরি ?

যারা মেকআপ করতে ভালোবাসেন তারা সকলেই প্রাইমার এর সাথে পরিচিত। বেইজ মেকআপ লং লাস্টিং করার
জন্য অন্যতম মেকআপ সামগ্রী হলো প্রাইমার। তবে অনেকেই মনে করেন প্রাইমার না ব্যবহার করলেও চলে।
লং লাস্টিং করা ছাড়াও প্রাইমার আরো অনেক কাজ করে। তাহলে চলুন জেনে নেই কেন প্রাইমার ব্যবহার
করবেন-


ফাউন্ডেশনের বেইজ মসৃন করে : মেকআপ এর শুরুতে মশ্চারাইজার লাগানোর পরেও অনেকসময় ত্বক মসৃন
লাগেনা কিংবা ফাউন্ডেশন ফেস এ বসতে চায়ন। যাদের এই সমস্যা হয় তারা ব্যবহার করতে পারেন Bourjois
Flower Perfection Translucent Smoothing Primer। মশ্চারাইজার লাগানোর পরে কিছুক্ষন অপেক্ষা করে
একটুখানি প্রাইমার হাতে নিয়ে ত্বকে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর ফাউন্ডেশন লাগিয়ে নিন দেখবেন
আপনার ত্বকে কতটা মসৃন বেইজ তৈরী হয়েছে।


লোমকূপের ছোট করে: অনেক সময় মেকআপ করার পরেও আমাদের ত্বকের লোমকূপগুলো স্পষ্ট দেখা যায় কিংবা
নাকের আসেপাশে মেকআপ বসেনা। কারণ আমাদের অনেকের লোমকূপ বড় হয়। সেক্ষেত্রে Maybelline Baby
Skin Instant Pore Eraser Clear প্রাইমার ব্যবহার করতে পারেন এতে করে লোমকূপগুলো ছোট হয়ে ত্বকের সাথে
মিশে ত্বককে মসৃন দেখাবে।


তেলতেলে ভাব নিয়ন্ত্রণ করে: যাদের ত্বক অনেক বেশি তেলতেলে থাকে তারা মেকআপ করার পরেও ত্বক
চিটচিটে দেখায়।তাই তারা ব্যবহার করতে পারেন Makeup Revolution Mattify Matte & Fix Primer 28ml
প্রাইমার যা আপনার ত্বকের তেল কন্ট্রোল করবে এবং মেকআপ বসতে সাহায্য করে আপনাকে দিবে ম্যাট
ফিনিশিং লুক।


আর্দ্রতা নিয়ন্ত্রণ করে : আমাদের অনেকের ত্বক অনেক বেশি ড্রাই । সবসময় মশ্চারাইজার ব্যবহার করেও
আর্দ্রতা ধরে রাখা যায়না। তাই মেকআপ করলে বেস তা দ্যুতিময় লাগেনা।তাই যাদের ত্বক ড্রাই তাদের জন্য
রয়েছে ওয়াটার বেইজড বা হাইড্রো প্রাইমার। তারা ব্যবহার করতে পারেন Technic Enchanting Elixir Primer যা
আপনার ত্বকের আর্দ্রতা বজায় রেখে আপনাকে দিবে ফ্রেশ এবং ডিউই লুক।


ত্বকের রং সমান করে: আমাদের ত্বকের মধ্যে অনেক সময় কালচে দাগ থাকে কিংবা অনেকের ত্বক একটু
লালচেও হয় আবার মুখের স্কিন টোন সমান থাকেনা। তাদের জন্য রয়েছে Technic Colour Fix Correcting
প্রাইমার যা কালার কারেকটিং এবং টোন এডজাস্টিং এর কাজ করে । এই প্রাইমার ব্যবহার করলে ত্বকের রঙের
অসামঞ্জস্যতা দূর হবে এবং মুখের সব দাগ হালকা দেখাবে।


আশা করছি এইবার আপনাদের প্রাইমার নিয়ে ধারণা আরো পরিষ্কার হলো এবং আপনারাও বুঝতে পেরেছেন কেন
প্রাইমার ব্যবহার করা জরুরি। তাহলে এখন থেকে প্রাইমার এর স্টেপটি এড়িয়ে না গিয়ে অবশ্যই ফলো করুন আর
পেয়ে যান পারফেক্ট লুক।